প্রধান শিক্ষক শাহজাহান আলীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ

নাজিম আহমেদ, রৌমারী (কুড়িগ্রাম)
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১০

সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারী নিয়োগ, টিউশন ফি’র টাকা আত্মসাৎ, এনআইডি কার্ড জালিয়াতি, বয়স গোপন করে নিয়োগসহ নানা অনিয়মে তিনি জড়িত।

বিজ্ঞাপন

স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, প্রধান শিক্ষক নিজ ও পরিবারের সদস্যদের সুবিধার্থে বিদ্যালয়ের নিয়োগ ও সম্পত্তি ব্যবসায় নিয়ম ভঙ্গ করেছেন। তার পরিবারের অন্তত ৫ জন সদস্য বিদ্যালয়ে চাকরিতে নিয়োজিত। এছাড়া বিভিন্ন শহরে বহু তলা ভবন ও মূল্যবান জমি ক্রয়ের মাধ্যমে তিনি নিজের সম্পদের পরিমাণ কোটি টাকায় বৃদ্ধি করেছেন বলে অভিযোগ আছে।

নিয়োগে অনিয়মের উদাহরণ:

২০১৯ সালে বিদ্যালয় এমপিওভুক্তির মাত্র এক মাসের মধ্যে চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, যেখানে প্রতিজন শিক্ষকের কাছ থেকে ১৬–১৭ লাখ টাকা নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া প্রধান শিক্ষকের বড় ভাইদের জন্মনিবন্ধনে বয়স কমানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রধান শিক্ষক শাহজাহান আলী অভিযোগ প্রসঙ্গে মোবাইল ফোনের সংযোগ কেটে দিয়ে বলেন, ‘নিয়োগ দেওয়া আমার কাজ নয়, যারা নিয়োগ দিয়েছেন তাদের কাছে খোঁজ নিন।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রউফ ও উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে জানান, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত