জেলা প্রতিনিধি, নীলফামারী
নীলফামারীর ডোমারে আ.লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে ডোমার উপজেলার পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে ।
অভিযুক্ত ব্যক্তি আশরাফুল আলম আশরাফ উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।
পাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শাফিন ইসলাম অভিযোগ করেন, ছাত্রদল নেতা আশরাফুলের নেতৃত্বে গাছ কাটার সময় যুবলীগের পাঙ্গা মটকপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনজারুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী শাফায়েত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
স্থানীয় আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুল বন্ধের দিনে গাছ চুরি করতে আসে আশরাফুল। প্রধান শিক্ষক কিছুই জানতেন না।
তাকে আটক করলে সে বলে, আমি এই স্কুলের প্রেসিডেন্ট। আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য না। এরআগেও সে চুরি করে গাছ কেটেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষক আবু জাফর শামসুদ্দিন রিয়াজি লিটন কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযুক্ত আশরাফুল আলম জানান, আমরা স্কুলে নতুন গাছ লাগানোর পরিকল্পনা করেছি। সে অনুযায়ী কিছু পুরোনো ও নষ্ট গাছ কাটার সিদ্ধান্ত নেই। সামনে অভিভাবক সমাবেশ, তাই বন্ধের দিনে কাজটি করতে এসেছি। এখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ ছিলো না। যারা ছিলেন তারা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।
এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বিষয়টি আমাদের জানা আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীর ডোমারে আ.লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে ডোমার উপজেলার পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে ।
অভিযুক্ত ব্যক্তি আশরাফুল আলম আশরাফ উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।
পাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শাফিন ইসলাম অভিযোগ করেন, ছাত্রদল নেতা আশরাফুলের নেতৃত্বে গাছ কাটার সময় যুবলীগের পাঙ্গা মটকপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনজারুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী শাফায়েত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
স্থানীয় আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুল বন্ধের দিনে গাছ চুরি করতে আসে আশরাফুল। প্রধান শিক্ষক কিছুই জানতেন না।
তাকে আটক করলে সে বলে, আমি এই স্কুলের প্রেসিডেন্ট। আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য না। এরআগেও সে চুরি করে গাছ কেটেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষক আবু জাফর শামসুদ্দিন রিয়াজি লিটন কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযুক্ত আশরাফুল আলম জানান, আমরা স্কুলে নতুন গাছ লাগানোর পরিকল্পনা করেছি। সে অনুযায়ী কিছু পুরোনো ও নষ্ট গাছ কাটার সিদ্ধান্ত নেই। সামনে অভিভাবক সমাবেশ, তাই বন্ধের দিনে কাজটি করতে এসেছি। এখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ ছিলো না। যারা ছিলেন তারা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।
এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বিষয়টি আমাদের জানা আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় যুবদল নেতা মাহবুব হত্যার ঘটনায় নিরীহ ব্যক্তিদের হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
১৩ মিনিট আগেবিগত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। আজ তাকে নিয়েও অনেক অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। আগামীতে কোনো অপপ্রচার ও ষড়যন্ত্র সহ্য করা হবে না।
১৪ মিনিট আগেজুলাই আন্দোলনে নিহত শহীদ পাভেল হাসান রাব্বি অন্যতম একজন ত্যাগী নেতা ছিল। যার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। পাভেল হাসান রাব্বি জীবন দিয়ে মতলবের নাম উজ্জ্বল করেছে। গেল ১৬টি বছর মতলবে আমরা মিছিল-মিটিং আন্দোলন করেছি। যেখানেই বিএনপির প্রোগ্রাম সেখানেই পাভেল হাসান রাব্বি সক্রিয় ছিল।
১৬ মিনিট আগেসরকারি খাস জায়গায় আমার একটি ঘর ছিল। সেটি এই বিএনপি নেতার মদতে ভেঙে দিয়েছে প্রশাসন। এ কারণে রিপন দাসকে আঘাত করি।’ নবীর ডুবাই হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না।
১৮ মিনিট আগে