উপজেলা জাপা নেতার জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১২: ৫৩
শেখ রাজু

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় পার্টির এক নেতা পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন।

বিজ্ঞাপন

শেখ রাজু আহমেদ দীর্ঘদিন ঘোড়াঘাট উপজেলা জাপার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নেন। তবে গত বছর জুলাই-আগস্টের আন্দোলনের পর রাজনীতির পালাবদলে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন তিনি।

এরপর সম্প্রতি তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা জাপার সভাপতি আরিফুজ্জামান রানার কাছে পদত্যাগপত্র জমা দেন।

জামায়াতে যোগদানের পর গত শুক্রবার ফেসবুকে একটি পোস্টে শেখ রাজু লেখেন, ‘আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগদান করে নিজেকে গর্বিত করলাম। দোয়া করবেন সকলে।’

এ বিষয়ে শেখ রাজু আমার দেশকে জানান, জাতীয় পার্টি এখন

স্বাধীনভাবে চলতে পারছে না। জি এম কাদের সাহেব যে কাজ করছেন তা আগের জাপা নয়। জামায়াতের কার্যক্রম ও সংগঠন ভালো লেগেছে, তাই জামায়াতের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছি।

অপরদিকে জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা বলেন, শেখ রাজু আহমেদ সদস্য হয়েছেন এটি সত্য, কিন্তু কীভাবে সদস্য হয়েছেন তা আমার জানা নেই। জাতীয় পার্টির উপজেলা পর্যায়ের এমন একজন গুরুত্বপূর্ণ নেতার এভাবে জামায়াতে যোগদানের সুযোগ নেই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত