তারাগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের লিখিত অভিযোগ

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২১: ২৬

রংপুরের তারাগঞ্জ উপজেলার ৪নং হারিয়ারকুঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুমারেশ রায়ের বিরুদ্ধে পরিষদের নিয়মিত সভা না করা, স্বজনপ্রীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়নের সাতজন ইউপি সদস্য।

২৯ অক্টোবর দাখিল করা ওই অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন ইউপি সদস্য মো. মজুমদার, শাহজালাল শেখ, আছিমুদ্দিন সরকার, মো. মুশফিকুর রহমান, আমীর আলী, মোস্তাফিজুর রহমান ও লাবু মিয়া।

বিজ্ঞাপন

অভিযোগপত্রে বলা হয়েছে, নির্বাচনে চেয়ারম্যান হওয়ার পর থেকেই রংপুর জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক কুমারেশ রায় ইউনিয়ন পরিষদ সংক্রান্ত বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদের সভা না করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সদস্যদের মতামত উপেক্ষা করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।

সদস্যরা অভিযোগ করেছেন, চেয়ারম্যান কুমারেশ রংপুরে বসবাস করায় ইউনিয়নের সাধারণ মানুষ নাগরিক সনদসহ বিভিন্ন সেবা পেতে চরম দুর্ভোগে পড়ছেন। অনেক সময় নাগরিক সনদে স্বাক্ষর নেওয়ার জন্য লোকজনকে রংপুরে তার বাসায় যেতে হয়।

অভিযোগে আরও বলা হয়, গত জুন মাসে ‘ভি-ডব্লিউ-ডি’ কর্মসূচির তালিকা প্রণয়নে চেয়ারম্যান এককভাবে নিজের আত্মীয়-স্বজনদের নাম অন্তর্ভুক্ত করেন, যা নিয়মবহির্ভূত।

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, চেয়ারম্যান কুমারেশ রায়ের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে বিএনপিকে মহিলা জামায়াতের আহ্বান

মুফতি মুহিব্বুল্লাহ কি পতিত ফ্যাসিস্টদের দাবার গুটি?

বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, রাতে আড়াইহাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের তাগিদ

ইসরাইলি সেনা নিহতের অভিযোগে গাজায় হামলা, মৃত বেড়ে ১০৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত