স্কুল শিক্ষকের রাজকীয় বিদায়

উপজেলা প্রতিনিধি, (ফুলবাড়ী) কুড়িগ্রাম
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৯: ৪৮
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ২০: ৩৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল সরকারকে তার শিক্ষকতা জীবনের শেষ দিনে এক ‘রাজকীয় বিদায় সংবর্ধনা’ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয়টির অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহাতাব হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সাবেক শিক্ষক সাউদ মো. হারুন অর রশিদ, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা।

বিজ্ঞাপন

আলোচনা সভার আগে বিদায়ী শিক্ষক আব্দুল জলিল সরকারকে ফুলের মালা পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এরপর তাকে ঘোড়ার গাড়ির সিংহাসনে বসিয়ে এক বিশাল মিছিলসহকারে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করানো হয়। এই রাজকীয় শোভাযাত্রাটি তার নিজ বাড়ি ‘মাস্টারপাড়া’ পর্যন্ত গিয়ে শেষ হয়।

দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে আব্দুল জলিল সরকার বলেন, এমন রাজকীয় আয়োজন তাকে আনন্দিত ও আপ্লুত করেছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

আব্দুল জলিল সরকার ১৯৮৯ সালের ৭ আগস্ট ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক (বিএসসি) হিসেবে যোগদান করেন। তিনি মূলত গণিত ও বিজ্ঞান ক্লাস নিতেন। একজন খোলা মনের মানুষ হিসেবে তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। কাজের অভিজ্ঞতার সুবাদে তিনি একাধিকবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত