ভূরুঙ্গামারীতে সারের দাবিতে রাস্তা অবরোধ কৃষকদের

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শত শত স্থানীয় কৃষক।

রোববার ( ১৪ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের শহীদ মোড় এলাকায় কয়েকশ কৃষক রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করে ও বিক্ষোভ মিছিল করে।

বিজ্ঞাপন

প্রায় দু’ঘন্টা চলা এই বিক্ষোভের কারণে সোনাহাট সেতুর দুই প্রান্তে যানবাহনের লম্বা যানজটের সৃষ্টি হয়ে। এতে চরম বিপাকে পড়েন পথচারীরা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার ও ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সাথে কথা বলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যকরী পদক্ষেপের আশ্বাসে সন্ধ্যায় অবরোধ তুলে নেন কৃষকরা।

কৃষকদের অভিযোগ, সরকারি গুদামে পর্যাপ্ত সার মজুদ থাকলেও ডিলারদের অনিয়ম, বাজার ব্যবস্থাপনায় শিথিলতা এবং সরবরাহ চেইনে দুর্বলতার কারণে এই সঙ্কট তৈরি হয়েছে।

তারা জানান, জরুরি ভিত্তিতে সার সরবরাহ নিশ্চিত না হলে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি কৃষকরাও মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

বিক্ষোভ মিছিলে সমবেত কৃষকরা বলেন, চলতি আমনের ভরা মৌসুমে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের ঘাটতি চরম আকার ধারণ করেছে। দোকানে দোকানে ঘুরে চাহিদামাফিক সার না পেয়ে কৃষকের হাহাকার চলছে। ভরা মৌসুমে আমন আবাদের জমিতে সময়মতো সারের প্রয়োগ করতে না পেরে দিশেহারা হয়ে উঠেছেন তারা।

তারা আরো জানান, এখন ধান গাছে ইউরিয়া ও টিএসপি দেয়ার সময়। কিন্তু বাজারে সার নেই। কোথাও কোথাও থাকলেও দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। আমরা সারের ঘাটতি মেটাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার, দাবি জানাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানান, সারের দাবিতে সড়ক অবরোধ করে কৃষকরা বিক্ষোভ করছেন এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে কৃষকদের সাথে কথা বলি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কৃষকরা চাহিদা মাফিক সার সরবরাহের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত