সাঘাটায় রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২১: ৫২

গাইবান্ধার সাঘাটায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাঘাটা থানা পুলিশ। মঙ্গলবার সাঘাটা শিশু নিকেতন সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে তার পরিচয় পাওয়া গেছে। সে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের মৃত এনামুল হকের ছেলে মেহেদী হাসান (২৪)।

বিজ্ঞাপন

সে আত্মহত্যা করেছে, নাকি তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে—এই নিয়ে এলাকায় জনমনে নানা গুঞ্জন শুরু হয়েছে।

পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, মেহেদী হাসান পেশায় একজন রাজমিস্ত্রি। গত সোমবার থেকে অনেক খোঁজাখুঁজির পর পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় শিশু নিকেতন স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত খোলা ঘরের ভেতর মেহেদী হাসানের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন।

পরে খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, মেহেদীকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত