দিনাজপুরে খানসামা উপজেলায় ‘খানসামা মডেল প্রেসক্লাব’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে খানসামা মডেল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আলোচনার ভিত্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
এর আগে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক কালবেলা প্রতিনিধি মাসুদ রানা সভাপতি এবং দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সুজন শেখ, সাংগঠনিক সম্পাদক হিসেবে আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি লায়ন ইসলাম, অর্থ সম্পাদক হিসেবে নবচেতনা পত্রিকার প্রতিনিধি এ. আর. রহমান, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি উজ্জ্বল রায় এবং প্রচার সম্পাদক হিসেবে দৈনিক সংলাপ পত্রিকার প্রতিনিধি বুলবুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
এছাড়া নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি নূর আমিন, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি শফিকুল ইসলাম সোহাগ, বাংলাদেশের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মজনু আলম এবং রাকিবুল ইসলামকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে মোট ১২ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

