৩০ বছরেও সেতুর বাস্তবায়ন নেই, বাঁশ-কাঠের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার

এম আর সওদাগর, ঘোড়াঘাট (দিনাজপুর)
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৩: ২৭

দিনাজপুরের ঘোড়াঘাটে মহিলা নদীর দেউলী ঘাটে ৩০ বছর ধরে সেতু না হওয়ায় আশপাশের সাত গ্রামের মানুষ জীবন বাজি রেখে ভাঙাচোরা বাঁশ-কাঠের নড়বড়ে সাঁকো দিয়ে চলাচল করছেন। বর্ষা মৌসুমে ওই সাঁকো দিয়ে পারাপারে ঝুঁকি বেড়ে যায়। শিশু, বৃদ্ধ, স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীদের যাতায়াতসহ পণ্য পরিবহনে চরম দুর্ভোগ।

স্থানীয়রা জানান, দেউলী ঘাটে নদীর ওপারের সাতটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন কৃষিপণ্য আনা-নেওয়া এবং চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। বর্ষা মৌসুমে কৃষককে তাদের উৎপাদিত পণ্য নিয়ে পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয়।

বিজ্ঞাপন

খায়রোল গ্রামের সত্তরোর্ধ্ব তারাপদ সরকার বলেন, ‘যৌবনকালেই সেতু পাইনি, এখন আশা ছেড়ে দিয়েছি। কত এমপি, মন্ত্রী, চেয়ারম্যান ও মেয়র এলেন, অবস্থা একই রকম। শ্যামপুর গ্রামের বয়োবৃদ্ধ শচীন, শাহারুল, বিঞ্চু সরকারের পক্ষ থেকে মাপজোখ দেওয়া হয়েছে, তারপর দীর্ঘ বছরেও আর কেউ আসেননি। আমরা আশা ছেড়ে দিয়েছি। প্রতি বন্যার সময় সাঁকো ভেঙে যায়।’

এলাকার শিক্ষার্থী নাসরিন আক্তার জানায়, ‘বর্ষায় সাঁকো দিয়ে স্কুলে যাওয়া ভীষণ ভয় লাগে, অনেক সময় পড়ে যাওয়ার উপক্রম হয়।’

ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপি চেয়ারম্যান আমার দেশকে বলেন, ‘বিগত সরকারের আমলে উপজেলা পরিষদ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল; কিন্তু কোনো কাজ হয়নি। বর্তমানে আমি উপজেলা প্রকৌশলী অফিসের মাধ্যমে আবার প্রস্তাব পাঠিয়েছি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত