আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেড কর্মী নিহত

উপজেলা প্রতিনিধি, (চিরিরবন্দর) দিনাজপুর

চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেড কর্মী নিহত

রংপুর-দশমাইল মহাসড়কের চিরিরবন্দরে ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে লিপি রানী রায় নামে এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গারোডাঙ্গী ব্রিজের সন্নিকটে রংপুর-দশমাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত লিপি রানী রায় (২১) চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের জীবন রায়ের স্ত্রী।

হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় জীবন রায় তার স্ত্রী লিপি রানী রায় ও আরেক নারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড ইপিজেডে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি একটি বালুবাহী ডাম্পট্রাককে ওভারটেক করে এবং সামনের একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী লিপি রানী রায় ছিটকে মহাসড়কের ওপরে পড়ে যায়। এসময় লিপি রানী ওই বালুবাহী ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লিপি রানীকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারাগঞ্জে পর্যন্ত পৌঁছাতেই তিনি মারা যান।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন