নানা জল্পনা কল্পনার পর অবশেষে লালমনিরহাট- ২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের ত্যাগী ও মাঠপর্যায়ের পরীক্ষিত নেতা হিসেবে রোকন উদ্দিন বাবুলের ওপর আস্থা রেখে তাকে এই আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে কেন্দ্রীয় বিএনপি।
রোকনউদ্দিন বাবুল ছাড়াও এ আসন থেকে বিএনপির আরও তিন নেতা দলীয় মনোনয়ন চেয়ে অনেক আগে থেকেই গণসংযোগে ব্যস্ত ছিলেন তারা হলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ হেলাল, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. রোকনুজ্জামান, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও চন্দ্রপুর ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
তবে এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কাউকেই পাওয়া যায়নি। এদিকে রোকন উদ্দিন বাবুল ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেও তিনি আওয়ামী লীগের প্রার্থী ও তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের কাছে পরাজিত হন। বর্তমানে রোকন উদ্দিন বাবুল লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

