কুড়িগ্রামে শেখ মুজিবের ৩ ম্যুরাল ভাঙচুর
উপজেলা প্রতিনিধি, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৪৩

কুড়িগ্রামের রাজারহাটে বুলডোজারে শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভেঙে দিয়েছেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
এদিন প্রথমে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভাঙা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও উপজেলা পরিষদ চত্বরে থাকা ম্যুরাল দুটি হাতুড়ি ভেঙে ফেলেন বিক্ষুব্ধরা।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক হাসান জিহাদ, সমন্বয়ক আরিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা ।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com