
উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর সর্বশেষ শিশু বৈশাখীর (১০) লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।
রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাট এলাকায় ঝিনাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হলো।
বৈশাখী শেরপুরের নকলা উপজেলার টাংগালিয়া এলাকার হোসেন আলীর মেয়ে। মারা যাওয়া অন্যরা হলো- উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী এলাকার দুদু মিয়ার ছেলে আবু হোসেন (৮) ও মেয়ে পলি আক্তার (১২), চর ভাটিয়ানী আমতলী এলাকার আজাদের মেয়ে কুলসুম এবং সরিষাবাড়ি উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সায়েবা আক্তার (৮)।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন জানান, গত শুক্রবার ঝিনাই নদীতে ৫ শিশু ডুবে যায়। পরে ৩ শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়। রোববার সকালে সর্বশেষ নিখোঁজ শিশু মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাট এলাকায় ঝিনাই নদীতে ৬ শিশু একসঙ্গে নৌকা দিয়ে গোসল করতে যায়। একপর্যায়ে নৌকা পানিতে তলিয়ে গেলে তাদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও অপর ৫ শিশু নদীতে ডুবে যায়। পরে সন্ধ্যা পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রাতে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। শনিবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়। সকালে কুলসুমের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ বৈশাখীকে পাওয়া যায়নি। রোববার সকালে বৈশাখীর লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর সর্বশেষ শিশু বৈশাখীর (১০) লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।
রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাট এলাকায় ঝিনাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হলো।
বৈশাখী শেরপুরের নকলা উপজেলার টাংগালিয়া এলাকার হোসেন আলীর মেয়ে। মারা যাওয়া অন্যরা হলো- উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী এলাকার দুদু মিয়ার ছেলে আবু হোসেন (৮) ও মেয়ে পলি আক্তার (১২), চর ভাটিয়ানী আমতলী এলাকার আজাদের মেয়ে কুলসুম এবং সরিষাবাড়ি উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সায়েবা আক্তার (৮)।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন জানান, গত শুক্রবার ঝিনাই নদীতে ৫ শিশু ডুবে যায়। পরে ৩ শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়। রোববার সকালে সর্বশেষ নিখোঁজ শিশু মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাট এলাকায় ঝিনাই নদীতে ৬ শিশু একসঙ্গে নৌকা দিয়ে গোসল করতে যায়। একপর্যায়ে নৌকা পানিতে তলিয়ে গেলে তাদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও অপর ৫ শিশু নদীতে ডুবে যায়। পরে সন্ধ্যা পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রাতে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। শনিবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়। সকালে কুলসুমের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ বৈশাখীকে পাওয়া যায়নি। রোববার সকালে বৈশাখীর লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত ৯ আগস্ট শনিবার ভ্যান চোর সন্দেহে শ্বশুর রুপলাল ও জামাতা প্রদীপ দাস নিহতের ঘটনা ঘটে। নিজ মেয়ে নূপুর রাণী দাসের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য যাচ্ছিলেন ভাগ্নি জামাই প্রদীপ দাস ও বাবা রুপলাল দাস। পথের মধ্যেই গণপিটুনিতে ভ্যানচোর সন্দেহে শ্বশুর জামাতা নিহত হন।
৭ মিনিট আগে
বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিদ্যুৎ বিভাগ থেকে তার শাসনামলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বিদ্যুতের অ্যানালগ মিটার থেকে ডিজিটাল মিটার নিতে গ্রাহকদের বাধ্য করেছে। প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্প মূলত তাদেরই লুটপাটের একটি পরিকল্পনা। ২০১৭ সালে এ প্রকল্প গ্রহণ করা হয়। এরপর হাসিনা
৩৮ মিনিট আগে
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের একটি দল প্রবেশ করে কিছু সবজি ক্ষেত ও স্থাপনা ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে।
৪২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আশা করি, তারা সেই জায়গা থেকে ফিরে উচ্চকক্ষের যেই আলাপ-আলোচনা চলছে, সেখানে ফিরে আসবেন।
১ ঘণ্টা আগে