লালমনিরহাট সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে পুশ ইন

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২২: ১৭

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে বিজিবিকে খবর দেয়।

পরে দুর্গাপুর বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে বলে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান। এর আগে বুধবার রাতে আদিতমারীর ৯২৫ নম্বর মেইন পিলার সংলগ্ন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফের ৭৮ ব্যাটালিয়ন।

বিজ্ঞাপন

গভীর রাতে সীমান্ত অতিক্রম করলেও তারা আশপাশে কোথাও যেতে না পেরে এলাকাতেই অবস্থান করছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আটকরা সবাই সনাতন ধর্মাবলম্বী এবং নিজেদের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা বলে দাবি করেছেন।

তাদের ভাষ্য অনুযায়ী, প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে তারা ভারতে যান এবং দীর্ঘদিন হরিয়ানা রাজ্যে অবস্থান করেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে বাংলাদেশ সীমান্তে পুশ ইন করে।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা বাংলাদেশি নাগরিক। তবে যাচাই-বাছাই চলছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিএসএফের এমন আচরণ অমানবিক। এ বিষয়ে প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

এই ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত