পাবর্তীপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

উপজেলা প্রতিনিধি, পাবর্তীপুর (দিনাজপুর)
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১৭: ০৮

দিনাজপুরের পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা ও ইরিবোর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার রাত ঘণ্টাব্যাপী ঝড়ে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন গাছপালা, আধাকাচা ঘড়বাড়ি, টিনের চালা ভেঙ্গে গেছে। বিভিন্ন প্রকারের বড় বড় গাছপালা উপড়েপড়ে ১১ হাজার বিদুৎ লাইনের তারের উপর পড়লে অনেক পোল পড়ে যায়।

বিজ্ঞাপন

পরদিন সকাল ১০টা পর্যন্ত শহরের মধো বিদুৎ সরবরাহ বন্ধ চালু হলে শহরের বাইরে বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ চালু হয়নি। উপজেলার সরকার পাড়া, রামপুরা, রামপুর মাঝা পাড়া সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ইরিবোর ফসলের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইনের সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি বলেন, কি পরিমাণ ইরিবোরসহ বিভিন্ন রবি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তা সরেজমিনে গেলে দেখতে পারবো। তবে ইরিবোর ধানের পাশাপাশি ভুট্রার ক্ষতি হয়েছে বেশি।

পাবর্তীপুর আবাসিক প্রকৌশলী নেসকো মাসুদ পারভেজ বলেন গতরাত ১২টা থেকে আমরা পাবর্তীপুরের বিভিন্ন স্থানে কাজ চালিয়ে যাচ্ছি। সন্ধ্যার আগে শহরের বাইরে বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা করছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত