আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে তারাগঞ্জে বিভিন্ন মহলের শোক

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে তারাগঞ্জে বিভিন্ন মহলের শোক

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে রংপুরের তারাগঞ্জ উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

তারাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খবির উদ্দিন প্রামাণিক, আমাদের সময় প্রতিনিধি এনামুল হক, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি লাল মিয়া, এশিয়ান টিভি ও যায়যায়দিন প্রতিনিধি হাফিজার রহমানসহ উপজেলার কর্মরত সকল সাংবাদিক এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া যুব অধিকার পরিষদের সভাপতি প্রকৌশলী মো. মোরশেদ রানা, সাধারণ সম্পাদক মো. মোরসালিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সমাজকর্মী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শোক প্রকাশ করেছেন।

তারা বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ও সমাজসেবী। তিনি আজীবন শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন। শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাঁর অবদান এ অঞ্চলের মানুষ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন