চুয়াডাঙ্গায় ২২ বাংলাদেশিকে হস্তান্তর

পীরগঞ্জ ও পাটগ্রামে ১৭ জনকে পুশ ইন করল বিএসএফ

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৩: ৫২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আরো ১৭ জনকে পুশ ইন করেছে ভারত। গতকাল বুধবার ভোরে তাদের বাংলাদেশে ঠেলে দেন প্রতিবেশী দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। এ সময় শূন্যরেখায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার অভিযোগে তাদের আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ফকিরগঞ্জ সীমান্তের ৩৬২ নম্বর পিলার এলাকা দিয়ে আটজনকে পুশ ইন করেছে বিএসএফ। তারা হলেনÑনেত্রকোনার আটপাড়া বিষ্ণুপুর গ্রামের জবেদ আলীর মেয়ে জোসনা আক্তার, যশোরের কোদালিয়া বটতলা গ্রামের আকমল শেখের স্ত্রী সাবানা শেখ, একই গ্রামের আকমল শেখের ছেলে হাসেন শেখ ও হোসেন শেখ, মৃত বাবুল শেখের স্ত্রী করিনা শেখ, জামালপুরের চকপাড়া গ্রামের ‍আবদুল হকের স্ত্রী মনোয়ারা বেগম, একই গ্রামের আবদুল হকের ছেলে সালমান শেখ এবং ইসলামপুরের ফুলকান্দি মধুপাড়া গ্রামের মৃত তোতা শেখের মেয়ে আছিয়া বেগম।

বিজ্ঞাপন

লালমনিরহাট পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে ৮৩৮ নম্বর পিলার এলাকায় ৯৮ বিএসএফের বিশবাড়ী ক্যাম্পের সদস্যরা শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তারা হলেন- মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারফ হোসেন, মোশারফ হোসেনের ছেলে রাব্বি, মোহাম্মদ নাহিদ হোসেন, সজিব আলী ও মোশারফ হোসেনের স্ত্রী পারভিন বেগম, মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা, মোহাম্মদ রাব্বির স্ত্রী বর্ষা ও রাব্বির শিশুসন্তান জয়া। তারা সবাই নড়াইলের লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামের নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, পুশ ইনের শিকার ব্যক্তিদের থানা হেফাজতে আনা হয়েছে। ঠিকানা অনুযায়ী তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে ।

২২ বাংলাদেশিকে হস্তান্তর

চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অনুপ্রবেশকারী ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল দুপুরে তাদের হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নের দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট ক্যাম্প কমান্ডার এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের ভারতের গেদে কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। হস্তান্তর করা ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী।

প্রতিবেদনে তথ্য দিয়েছেন চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রতিনিধি ও লালমনিরহাটের পাটগ্রাম প্রতিনিধি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত