আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোবিন্দগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগের ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গোবিন্দগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগের ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর ও মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে উপজেলার ফাঁসিতলা বাজার থেকে আওয়ামী লীগ কর্মী গৌতম কুমারকে (৪৫) গ্রেপ্তার করা হয়। গৌতম উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ গ্রামের মৃত নিশি কান্তের ছেলে।

বিজ্ঞাপন

অপরদিকে, রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সাজু প্রধানকে (৩৬) গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় তালুককানুপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সাজু উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের আব্দুল মজিদ প্রধানের ছেলে এবং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।

এ ছাড়াও উপজেলার ফুলপুকুরিয়া বাজারে বিএনপির মিছিলে হামলার ঘটনায় বিস্ফোরক, মারামারি ও ভাঙচুর মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা জান্নাতুল ফেরদৌস আলম ফেমাসকে (২৭) শনিবার দিবাগত রাতে কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার সংলগ্ন রাস্তা থেকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফেমাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ধাওয়াগীর গ্রামের মিনু মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন