নীলফামারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাতে সৈয়দপুর পৌর শহরের একটি বিপণি বিতান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি.) আকতার হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর পৌরসভার সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের দ্বিতীয় তলার উত্তর পাশে অবস্থিত ‘ঝুমকা ফ্যাশন অ্যান্ড স্পোর্টস কর্নার’ নামক দোকানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দোকানের ভেতরে সংরক্ষিত কাগজের কার্টন থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কি (৩ বোতল), ইম্পেরিয়াল ব্লু সুপিরিয়র গ্রেইন হুইস্কি (২ বোতল), ম্যাকডাওয়েলস নং-১ সুপিরিয়র হুইস্কি (৩ বোতল), ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা (২ বোতল) ও ব্লু ল্যাগুন গ্রেড অ্যালকোহল (২ বোতল)। প্রতিটি বোতলের পরিমাণ ৭৫০ মিলিলিটার। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৮ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ আলী (৪২)। তিনি মৃত দেলোয়ার হোসেনের ছেলে এবং সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কুন্দল ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে ক্রীড়া সামগ্রী বিক্রির আড়ালে অবৈধভাবে বিদেশি মদ সংরক্ষণ ও বিক্রয় করে আসছিলেন।
এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১৬, তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫।
ডিবি পুলিশ আরো জানায়, মাদক-বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

