গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম (আড়াই কেজি) গাঁজাসহ রবিউল ইসলাম পলাশ (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথা মোড়সংলগ্ন ডাচ্বাংলা ব্যাংকের সামনে রংপুর থেকে রাজশাহীগামী ‘সিফাত স্পেশাল নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে সিটে বসা যাত্রী পলাশকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশিকালে পলাশের শরীরে বিশেষ কায়দায় সাদা পলিথিনে মোড়ানো আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রবিউল ইসলাম পলাশ পাবনা জেলার সদর উপজেলার চর সাধুপাড়া গ্রামের খোকন মোল্লার ছেলে।
অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা রোড-সংলগ্ন একটি মুদিদোকান থেকে ১০২ পিস ইয়াবাসহ দোকানদার বিচিত্র বর্মণকে (৪২) গ্রেপ্তার করেছে । গ্রেপ্তারকৃত বিচিত্র গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কোচমর্দন বাড়ইপাড়া (পারগয়রা) গ্রামের মৃত সত্যনন্দ বর্মণের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মাদক ও ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, এ বিষয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

