আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই নাতির মারামারি থামাতে গিয়ে দাদার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

দুই নাতির মারামারি থামাতে গিয়ে দাদার মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দু’চাচাতো ভাইয়ের পারিবারিক কলহ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দূর সম্পর্কের দাদা দেওয়ান (৬৫)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, সোমবার রাত ১০টার দিকে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শান্তপাড়া মোড়ে আজিজুল ইসলামের ছেলে মিলন ও জাহেদুল ইসলামের ছেলে বাদশার মধ্যে হাতাহাতি হয়। এ সময় বাজার শেষে বাড়ি ফেরার পথে দেওয়ান তাদের বিরোধ মেটাতে গেলে ধাক্কায় পাকা রাস্তায় পড়ে মাথায় আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে মঙ্গলবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত দেওয়ান উপজেলার গদা উচাপাড়া গ্রামের বাচ্চা মামুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জের ধরে দুই ভাইয়ের হাতাহাতি চলাকালে হঠাৎ ঘটনাস্থলে উপস্থিত দেওয়ান হস্তক্ষেপ করেন। কিন্তু উল্টো ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে যান তিনি।

ওসি আশরাফুল ইসলাম আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন