আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের মেইন গেইটের সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন গ্রামীণ ব্যাংকের (পলাশবাড়ী শাখা) মেইন গেইটের সামনে ককটেল সদৃশ্য ৪টি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গোবিন্দগঞ্জ থানায় খবর দেয়। পরে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার ও এস.আই সেলিম রেজাসহ পুলিশের একটি দল এবং র‌্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়-করণ দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্ববধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে অবিস্ফোরিত ককটেল ৪টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর আদালতের নির্দেশক্রমে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে বলেও তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন