ভিডিও বার্তায় হয়রানি না করার অনুরোধ

কুড়িগ্রামে নিখোঁজ দুই বোনের ইসলাম গ্রহণ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৮: ৫২

কুড়িগ্রামের রাজারহাটে আপন দুই বোন ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দুজনের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাদের বাবা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে নিখোঁজ দুই বোন জানিয়েছেন, ইসলাম গ্রহণ করে তারা নিরাপদ আশ্রয়ে আছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর একসঙ্গে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের প্রাইমারি স্কুলশিক্ষক শৈলেন্দ্র নাথ বর্মণের মেয়ে স্নিগ্ধা রানী (২৪) এবং পূর্ণিমা রানী (১৮)। স্নিগ্ধা কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষ এবং পূর্ণিমা একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ে। এরপর ১৭ দিন পেরিয়ে গেলেও তাদের ব্যাপারে আর কোনো খবর পাওয়া যায়নি।

নিখোঁজ দুই তরুণীর পরিবার জানায়, দুই বোনের ধর্মান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে ফোন নম্বরও বন্ধ। এ পরিস্থিতিতে তাদের বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

তাদের বাবা শৈলেন্দ্র নাথ বর্মণ বলেন, ১৬ সেপ্টেম্বর দুই মেয়ে একসঙ্গে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সারা দিন তারা আর বাড়ি ফেরেনি। সন্ধ্যায় হঠাৎ ফেসবুকের মাধ্যমে জানতে পারি তারা ধর্মান্তরিত হয়েছে। তাদের ফোন দিলেও নম্বর বন্ধ পাই। পরে রাতেই থানায় জিডি করি।

তিনি আরো বলেন, আমার মেয়েরা যে ধর্মান্তরিত হয়েছে, সেটা তো নিশ্চিত নই। তারা নিজে থেকে আমাদের কিছু জানায়নি। কেউ তাদের আটকে রেখেছে কি না, গুম করে রাখা হয়েছে কি না, তাও জানি না। অথচ আমার মেয়েরা জীবিত আছে কি না, থাকলে কোথায় কীভাবে আছে, তা জানার অধিকার তো আমার আছে! যে ধর্মেই যাক, ওরা বাড়ি ফিরে আসুক।

এদিকে, অ্যাফিডেভিটকারী ও লালমনিরহাট জজকোর্টের আইনজীবী রাশেদুল ইসলাম রনি দুই বোনের ধর্মান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৬ সেপ্টেম্বর এক ব্যক্তির সঙ্গে কয়েকজন বোরকা পরা নারীসহ ওই দুই তরুণী আমার কাছে এসে অ্যাফিডেভিট করেন। তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে আমাকে জানিয়েছেন।

তিনি বলেন, ওই দুই তরুণী আমার সামনে সূরা ফাতেহা ও সূরা ইখলাস মুখস্থ বলেছেন। অর্থাৎ তারা আগে থেকে ইসলাম গ্রহণের প্রস্তুতি নিয়েছিলেন। পরে নাম পরিবর্তনের জন্য কাগজপত্র প্রস্তুত করে তারা চলে যান।

এদিকে, নিখোঁজ দুই বোনের সন্ধানে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল। পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজারহাট ও নাগেশ্বরী থানা পুলিশ নাগেশ্বরী উপজেলা শহরের একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে হাসান ফেরদৌস নামে এক ব্যক্তিকে পাওয়া যায়। তবে বাড়ি তল্লাশির ক্ষেত্রে তারা সহায়তা না করায় পুলিশ সেখান থেকে ফিরে আসে।

অভিযানকালীন রাজারহাট থানার ভারপ্রাপ্ত ওসি নাজমুল আলম (বর্তমানে পুলিশ লাইনসে সংযুক্ত) বলেন, নিখোঁজ দুই বোনের লোকেশন নিশ্চিত হয়ে নারী পুলিশসহ আমরা নাগেশ্বরীতে অভিযান পরিচালনা করি। সেখানে হাসান ফেরদৌস নামে এক ব্যক্তিকে পাওয়া যায়। লালমনিরহাটে অ্যাফিডেভিট করার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে বাড়ি তল্লাশিতে সহায়তা না করায় পুলিশ ফিরে আসে। পুলিশ নিখোঁজ দুই বোনের খোঁজে অনুসন্ধান অব্যাহত রেখেছে।

হাসান ফেরদৌসের কাছে এ ব্যাপারে জানাতে চাইলে তিনি বলেন, পুলিশ কোনো ধরনের অবগত করা ছাড়াই আমার বাড়িতে তল্লাশি চালাতে আসে। সে সময় তাদের সঙ্গে হাতে লাল সুতা বাঁধা ২০-২৫ জন যুবক ছিল। তাদের সবাই হিন্দু ধর্মের বলে মনে হয়েছে। তারা আমার ঘরে প্রবেশ করে বাড়ির নারীদের পর্দার খেলাপ করেছে।

এদিকে, গত ২৯ সেপ্টেম্বর ফেসবুকে দুই বোনের একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়। সেখানে বড় বোন স্নিগ্ধা রানী বলেন, আমরা ১৬ সেপ্টেম্বর বাসা থেকে নিজ জিম্মায় বের হয়ে আসি। আমরা অনেক আগে ইসলাম গ্রহণ করলেও আমার বোন প্রাপ্তবয়স্ক না হওয়ায় আমরা অপেক্ষা করছিলাম। সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ১৬ সেপ্টেম্বর আমরা বাসা থেকে বের হই। এর পর আমরা আমাদের অ্যাফিডেভিট করে ফেলি (এ সময় তারা দুজনই অ্যাফিডেভিটের কাগজ দেখান)।

নিজেদের অবস্থান সম্পর্কে স্নিগ্ধা বলেন, নিরাপত্তার অভাবে আমরা বাড়ি ফিরে যাচ্ছি না। আমরা বর্তমানে যেখানে আছি আলহামদুলিল্লাহ, নিজ জিম্মায় নিরাপত্তার সঙ্গে অবস্থান করছি।

এ ব্যাপারে কাউকে হয়রানি না করার অনুরোধ করে তারা বলেন, আমাদের কেউ চাপাচাপি বা জোরাজুরি কিছুই করেনি। আমরা নিজ ইচ্ছায়, স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে ইসলাম ধর্ম কবুল করেছি।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান এ বিষয়ে বলেন, নিখোঁজ দুই বোনের সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। আশা করছি খুব শিগগির তাদের সন্ধান পাওয়া যাবে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত