পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ধানমন্ডি ৩২ ফেসবুক পেজের সদস্য মো. আশরাফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত আড়াইটায় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনার সময় তাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। এছাড়া একই অভিযানে ৪নং শালবাহান ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী আটক করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিবিঘ্ন ও নিরাপদ করতে দুস্কৃতিকারী সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

