আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খানসামায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

খানসামায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (১৯ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া ডাক্তার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম হোসেন ওই এলাকার মো. জাকিউল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়। ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে পরিবার ও অভিভাবকদের আরও বেশি সতর্ক ও সচেতন থাকা জরুরি।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন