আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাতীবান্ধায় দুই ভুয়া মেজর আটক

উপজেলা প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)

হাতীবান্ধায় দুই ভুয়া মেজর আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। টাকা নিয়ে জমি উদ্ধার করে দেওয়ার অভিযোগ রয়েছে আটকদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- রংপুরের তারাগঞ্জ এলাকার মাসুম হোসেন (৪২) ও রংপুর হাজীরহাট এলাকার সাজু আহমেদ (৪৫)।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার উপজেলার বড়খাতা এলাকায় জমি উদ্ধার করার জন্য মেজর পরিচয় দিয়ে টাকা দাবি করেন তারা। পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয় হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, তারা নিজেকে মেজর দাবি করেন। কিন্তু তারা কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন