ডিমলায় গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০০: ০৪
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০০: ১৩

নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মী।

শুক্রবার রাতে জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানিহাট বাজারে ঝুনাগাছ চাপানি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তারা এই দলবদল করেন।

বিজ্ঞাপন

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি ওয়াহেদুজ্জামান বাবুল, উপজেলা যুব বিভাগের সভাপতি আশরাফুজ্জামান সাজু, উপজেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।

মাওলানা আব্দুস সাত্তার নব যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে ডিমলায় ইসলামী আন্দোলনের ভিত্তি আরো মজবুত হলো।

নব যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য, গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলার সদ্য পদত্যাগী সভাপতি রেজাউল করিম, ডিমলা উপজেলার সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মাসুদ রানা। তাদের নেতৃত্বে আরো কয়েক জন নেতা কর্মী যোগদান করেন।

যোগদানকারীরা জানান, ইসলামিক আদর্শের প্রতি অবিচল আস্থা এবং দেশে দ্বীন কায়েমের উদ্দেশে তারা জামায়াতে ইসলামীর পতাকাতলে এসেছেন।

অনুষ্ঠানে যোগদানকারী দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা সদ্য সাবেক সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, আমরা জামায়াতের নীতি নৈতিকতা ও দেশপ্রেম এ উদ্বুদ্ধ হয়ে জামায়াতে যোগদান করলাম।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত