৭৬ বস্তা ভেজাল সার আটকের পর ধ্বংস

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৫: ২৬
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৫: ৩০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিবেশ বিপর্যয়কারী ৭৬ বস্তা ভেজাল জৈব সার ধ্বংস করেছে উপজেলা কৃষি বিভাগ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংক সংলগ্ন সার ডিলার শাহিন আলমের মালিকানাধীন আল আদিয়াত ট্রেডার্সের গোডাউন থেকে এসব সার জব্দ করা হয়। পরে সারগুলো ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আব্দুল জব্বার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিকুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

প্রসঙ্গত, এক কৃষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে সার ডিলার শাহিন আলমের মালিকানাধীন আল আদিয়াত ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেই গোডাউন থেকে ৮৫ বস্তা ভেজাল টিএসপি ও ৭৬ ভেজাল জৈব সার জব্দ করা হয়। ওই সময় ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়। পরে জব্দকৃত সার পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে সব সার ভেজাল প্রমাণিত হয়। এর আগেও ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার ধ্বংস করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত