আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেঁতুলিয়ায় বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়
তেঁতুলিয়ায় বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে সূর্যের মুখ দেখা গেলেও আকাশে ঘন কুয়াশার কারণে ছিল না রোদের কোন প্রখরতা। হিমেল বাতাস আর কনকে শীতে বেড়েছে খেটে খাওয়া মানুষের দুভোর্গ ।

বিজ্ঞাপন

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথেই আগে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট । সে কারণেই দিনের বেলাতেও হেড লাইট জালিয়ে পরিবহন চালাতে দেখা গিয়েছে। এবছর শীতের প্রকোপ অন্যান্য বছরের তুলনায় অনেকটা বেশি অনুভুত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীদেন্দ্র নাথ রায় জানান, এ অঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে বয়ে যাচ্ছে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। এ মাসের শেষ সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়ার সাথে সাথে শৈত প্রবাহ বাড়তে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন