দেড় মাস ধরে লাল কাপড়ে মোড়ানো আবু সাঈদ স্ট্রিট মেমোরি

প্রতিনিধি, বেরোবি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৩: ৫১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে অবস্থিত আবু সাঈদ স্মরণে স্থাপিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পটিতে লেখায় তথ্য ভুল ও অসঙ্গতি থাকায় লাল কাপড়ে ঢেকে দেয়া হয়। ‎দেড় মাসেও সংশোধন করার কোনো উদ্যোগ নেয়া হয়নি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পটি।

বিজ্ঞাপন

‎১৬ জুলাই জুলাই শহীদ দিবসে উদ্বোধন করা হলেও সেখানে শহীদ আবু সাঈদ স্মরণে স্থাপিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ জন্ম তারিখসহ তথ্যগত নানা অসঙ্গতি সামনে এসেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ১৮ জুলাই আবু সাঈদের সহযোদ্ধা বাংলা বিভাগের শিক্ষার্থী সমন্বয়ক শামসুর রহমান, সমন্বয়ক আরমান হোসেন ও আবু সাঈদের বাল্যবন্ধু মাহিদ হাসান সেটি লাল কাপড় দিয়ে ঢেকে দেন।

‎‎তবে দেড় মাস পেরিয়ে গেলেও এখনো সংশোধন করা হয়নি স্ট্যাম্পটি। প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করছেন, প্রশাসন যেন দ্রুত ভুল সংশোধন করে। শহীদ আবু সাঈদের স্মৃতিকে যথাযথ সম্মান প্রদান করে।

‎ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসমাইল বলেন, দেড় মাস কেটে গেলেও আবু সাঈদ ভাইয়ের স্মরণে নির্মিত স্ট্রিট মেমোরি স্ট্যাম্পটি এখনো অযত্নে পড়ে আছে। ‎সংশোধনের অভাবে এটি হারাচ্ছে সৌন্দর্য ও গুরুত্ব। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হতাশ। তাই আমাদের দাবি, স্মৃতিচিহ্নটি দ্রুত সংস্কার করে সঠিক মর্যাদা দেয়া হয় হোক।

‎জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, জুলাইয়ের মহানায়ক প্রথম শহীদ আমাদের ভাই শহীদ আবু সাইদের স্মরণে গড়া মেমোরি স্টাম্প আজও ভুলের বোঝা বইছে, দেড় মাস কেটে গেলেও সংশোধনের ছোঁয়া পায়নি এটি। এ স্তম্ভ কেবল ইট-পাথরের গাঁথুনি নয়, এটা আমাদের ইতিহাস, রক্তের বিনিময়ে পাওয়া মর্যাদার প্রতীক। অবহেলায় ঢাকা পড়ে গেলে শহীদের ত্যাগ অমর থাকে না, বরং ক্ষতবিক্ষত হয়। তাই প্রশাসনকে বলতে চাই, অতি শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটের সামনে নির্মিত স্ট্যাম্পটির যথাযথ মর্যাদা সঠিক জায়গায় ফিরিয়ে দিন। আমরা বেরোবির শিক্ষার্থীরা আর এটিকে অবহেলা এবং অযত্নে দেখতে চাই না।

‎এ বিষয়ে বেরোবি উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, এটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে করা হয়নি। এটা করেছে সংস্কৃতি মন্ত্রণালয় ও এখানকার প্রশাসন।

‎এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, যত দ্রুত সম্ভব সংশোধন করা হবে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত