গোবিন্দগঞ্জে ইউএনও অফিসের গেটে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১৬: ৩৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের প্রধান গেইটে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্র জনতা।

জানা গেছে, গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় ছাত্র জনতা বেশ কয়েকদিন থেকে মানববন্ধন, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রজনতা রোববার ইউএনও অফিসের প্রধান ফটকে বসে পড়ে এ অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য রাখেন এম এ মতিন

মোল্লা, ঠিকাদার রফিকুল ইসলাম রফিক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রাসেদ রায়হান, আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা মোস্তাকিম সজিব, মোকসেদুর রহমান, মিসকাত, কৌশিক ও শুভ প্রমুখ।

কর্মসূচি চলাকালে উপজেলা পরিষদের মূল গেইটে তালা লাগানো থাকায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অফিসে ঢুকতে না পারায় প্রশাসনিক কাজের ব্যাঘাত ঘটে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, গাইবান্ধায় জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং থাকায় আমি সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধার দিকে রওনা দিয়েছি, তবে শুনেছি ছাত্র জনতা ইপিজেডের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান পালন করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত