বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ থেকে পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পর্যন্ত প্রায় ৭২ কিলোমিটার রেলপথে ৬৪টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ৩৬টিই অরক্ষিত অবস্থায় রয়েছে।
এসব লেভেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় সেগুলো যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। অরক্ষিত এসব ক্রসিংয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে । অথচ এসব লেভেলরেলক্রসিং নিরাপদ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
রেলওয়ের বগুড়া উপসহকারী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত ৭১.৪ কিলোমিটার রেলপথে ৩৬ ঝুঁকিপূর্ণ লেভেলক্রসিং রয়েছে। এর মধ্যে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় দুটি, ছাঁতিয়ান এলাকায় একটি, নশরতপুরে একটি ও আলতাফ নগরে দুটি, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় তিনটি, কাহালু উপজেলার দুর্গাপুরে দুটি, কাহালু পৌর এলাকায় তিনটি, কাহালু ইউনিয়নে একটি ও মুরইলে দুটি, বগুড়া সদরের ফাঁপোড়ে দুটি ও বগুড়া পৌর এলাকায় তিনটি, গাবতলী উপজেলা এলাকায় তিনটি ও নারুয়ামালা এলাকায় একটি, সোনাতলা উপজেলার দিকদাইড় এলাকায় তিনটি, জোড়গাছায় একটি ও চামুরপাড়ায় তিনটি এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা এলাকায় তিনটি লেভেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।
সূত্র জানায়, যেসব লেভেলক্রসিংয়ে গেটম্যান ও প্রতিবন্ধকতা রয়েছে সেগুলোতে দুর্ঘটনার আশঙ্কা কম। পক্ষান্তরে গেটম্যান নেই এমন ক্রসিংগুলো অরক্ষিত এবং সেগুলোতে দুর্ঘটনা প্রায়ই ঘটছে। সূত্র আরো জানায়, ট্রেন চলাচলের সংখ্যা হিসেবে প্রতিটি লেভেলক্রসিংয়ে এক থেকে চারজন গেটম্যান থাকেন। আট ঘণ্টার শিফ্ট হিসেবে লেভেলক্রসিংয়ে প্রতিদিন তিন থেকে ১২ জন গেটম্যানের প্রয়োজন হয়।
ভুক্তভোগীরা জানান, লেভেলক্রসিং অরক্ষিত থাকার কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অথচ রেলওয়ের অরক্ষিত লেভেল ক্রসিংগুলোতে দুর্ঘটনা রোধকল্পে কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নেই। এ কারণে প্রতিবছর ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। এ জন্য তারা জরুরিভিত্তিতে লেভেলক্রসিংগুলো সুরক্ষিত করার জোর দাবি জানান।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সারা দেশে রেলপথ আছে দুই হাজার ৯৫৫ কিলোমিটার। রেলওয়ের প্রকৌশল বিভাগের হিসাবে পূর্ব ও পশ্চিম রেলের দুই অঞ্চলে সবচেয়ে বেশি অবৈধ লেভেলক্রসিং সৃষ্টি করেছে এলজিইডি। এ বিষয়ে রেলওয়ের গাইবান্ধা স্টেশনমাস্টার সুমিত সরকারের কাছে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, রেলওয়ের অরক্ষিত লেভেলক্রসিংগুলো সম্পর্কে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, সেগুলোকে সুরক্ষিত রাখতে সেখানে গেটম্যান ও প্রতিবন্ধক ব্যবস্থা হয়তো অল্প কিছুদিনের মধ্যেই পরিপূর্ণতা লাভ করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

