সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্ঠা শারমিন এস মুরশিদ বলেছেন, নির্বাচন সুন্দর ভাবে করতে হলে সব থেকে বড় দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর। তাদেরকে গণতান্ত্রিক আচরণ সহিংসতা এবং সুন্দর ভাবে সংগত ভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার এই অনুষ্ঠানে আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, সরকার বলেছে নির্বাচন হবে, নির্বাচন হবে। সরকার নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশন বলেছে তারা প্রস্তুত। আমাদেরকে বিশ্বাস করতে হবে। আস্থা রাখতে হবে। কোন ত্রুটি যদি হয় তাহয়ে মিডিয়া আছে তারা দেখিয়ে দিবে। ভুল যদি হয় তাহলে তোমরা আছো দেখিয়ে দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, আমরা জানি নির্বাচনে কি অরাজকতা হয়। এটা আশা করবো আমরা আমার প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে তারা এমন একটা পরিবেশ তৈরি করবে যে রাষ্ট্রের খুব কষ্ট পেতে হবে না। একাটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে। নির্বাচন হবে তার জন্য ব্যবস্থাপনা চলছে।
তিনি বলেন, নির্বাচন হবে তার জন্য ব্যবস্থা চলছে। সরকারের চেয়ে বড় প্রস্তুত নিতে হবে নির্বাচন কমিশনকে। তারা বলেছেন তারা প্রস্তুত। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ সমাজসেবার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

