জেলা প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরে চার ঘণ্টা পর রেলপথ ও সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। বুধবার দুপুর সোয়া ১টার দিকে তারা এ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
এরআগে সকাল সাড়ে ৯টা থেকে কারিগরি ছাত্র আন্দোলন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার শিক্ষার্থীরা ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন রেলপথ ও সড়ক অবরোধ করে। এতে যোগ দেয় শহরের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এরফলে অটোরিকশা, বাস, ট্রাকসহ শত শত যানবাহন আটকে পড়ে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। রেলপথে অবস্থানের কারণে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ও রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পৌঁছে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
আন্দোলনরত দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আরমান হোসেন জানান, গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সরাসরি গুলি করে হত্যার হুমকি দেয়। এই হুমকির প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে হুমকি দাতাদের ২৪ ঘণ্টার মধ্যে তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাগ্রহণ করা হয়নি। এ কারণে আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।
দিনাজপুর রেলওয়ের স্টেশন সুপার জিয়াউল হক জানান, রেলপথ অবরোধের ফলে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ও রাজশাহীগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে। বেলা সোয়া একটায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ট্রেন দুটি স্টেশন ছেড়ে যায়।
দিনাজপুরে চার ঘণ্টা পর রেলপথ ও সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। বুধবার দুপুর সোয়া ১টার দিকে তারা এ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
এরআগে সকাল সাড়ে ৯টা থেকে কারিগরি ছাত্র আন্দোলন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার শিক্ষার্থীরা ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন রেলপথ ও সড়ক অবরোধ করে। এতে যোগ দেয় শহরের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এরফলে অটোরিকশা, বাস, ট্রাকসহ শত শত যানবাহন আটকে পড়ে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। রেলপথে অবস্থানের কারণে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ও রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পৌঁছে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
আন্দোলনরত দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আরমান হোসেন জানান, গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সরাসরি গুলি করে হত্যার হুমকি দেয়। এই হুমকির প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে হুমকি দাতাদের ২৪ ঘণ্টার মধ্যে তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাগ্রহণ করা হয়নি। এ কারণে আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।
দিনাজপুর রেলওয়ের স্টেশন সুপার জিয়াউল হক জানান, রেলপথ অবরোধের ফলে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ও রাজশাহীগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে। বেলা সোয়া একটায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ট্রেন দুটি স্টেশন ছেড়ে যায়।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৪২ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে