লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড কয়েকশ ঘরবাড়ি, আহত ১৫

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২: ৪৬

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকশো ঘরবাড়ি ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। এসময় টিন ও ইট গাছপালার আঘাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত বাদশা মিয়া (৪০) ও মামুদ মিয়া (৭০) শহিদুল ইসলাম (৪৬) কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর রহমান বলেন, মাঝারি বৃষ্টি চলাকালীন সময় আকস্মিক ঝড়ের কারণে টিনশেড ঘর ও আধা পাকা বিল্ডিং, ঘরবাড়ি গোডাউন ভেঙে গেছে। এই ঘূর্ণিঝড় অল্প সময়ে স্থায়ী ছিলো আরো বেশি সময় থাকলে ক্ষতিগ্রস্ত সংখ্যা আরো কয়েকগুণ বৃদ্ধি পেত।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া সুলতানা আমার দেশকে বলেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলের দিকে রওয়ানা হব। প্রায় শতাধিক বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানাতে পারব।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত