ভূমিদস্যু ইয়ার আলীর ক্ষমতার উৎস ছিল সালমান এফ রহমান ও টিপু মুনশি

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২২: ০১
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ২২: ৪৩

রংপুরের পীরগাছা ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী তিস্তা তীরের ‘আলীবাবা থিম পার্ক’ এর প্রোপাইটার ইয়ার আলীর বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সাতজন অসহায় কৃষকের প্রায় সাড়ে তিন একর জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার সীমান্তবর্তী রহমত চরে এলাকার পার্কের মোড়ে ভূমিদস্যু ও দখলবাজ ইয়ার আলীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ওই এলাকার মফিজ উদ্দিন শেখ ও নুরু শেখদের কাছ থেকে একই এলাকার ফজিবর, আমজাদ, ফরমান, সাখাওয়াত, মাইজল, মাইদুল ও মারুফ মিলে ২০২০ সালের ২০ অক্টোবর ৯০০৬ নম্বর দলিলমূলে তিন একর ৩৯ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয় করার পর ভুক্তভোগীরা ভোগদখল করে আসছিলেন। এক পর্যায়ে তৎকালীন আওয়ামী সরকারের আমলে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের পক্ষে আওয়ামী লীগ নেতা ইয়ার আলী কিছু জমি ক্রয় করে, ‘আলীবাবা থিম পার্ক’ নামে একটি বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। পার্কের প্রস্থতা বাড়াতে পার্কের আশপাশের বেশি কিছু অসহায় মানুষের জমির উপর নজর পড়ে তার। আওয়ামী লীগের সাবেক সাংসদ ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও সালমান এফ রহমানের ক্ষমতা দেখিয়ে অনেকের জমি ইতোমধ্যে অবৈধভাবে দখলে নিয়েছেন ইয়ার আলী।

বক্তারা আরো বলেন, অনেক নীলনকশা করেই সাতজনের জমি দখল করা হয়েছে। জমি দখল নিতে আওয়ামী লীগের ক্ষমতা প্রয়োগ করাসহ, পীরগাছা থানা ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে এলাকাবাসীকে হয়রানির অভিযোগ করেন তারা। এছাড়াও জমি দখলে নিতে স্থানীয় আওয়ামী ক্যাডার ও ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করেছেন ইয়ার আলী।

মানববন্ধনে ভুক্তভোগী ফজিবর বলেন, ইয়ার আলী আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্র প্রদর্শনের মাধ্যমে অত্র এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে আমাদের জমি দখল করেছে। আমরা জমি ফেরত চাইলে সে তার ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাদেরকে মারপিট করে ও হত্যার হুমকি দেয়। এছাড়াও এই এলাকার অনেক খেটে খাওয়া মানুষের নামে, মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করছে ইয়ার আলী। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের বছর পেরিয়ে গেছে। আগের দখলদার বাহিনী এলাকা ছেড়ে পালিয়ে গেলেও আমরা এখনো আমাদের জমি ফেরত পাইনি।

রহিমা খাতুন (৭০) বলেন, আমাকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে টিপসহি নিয়ে জমি দখলে নিয়েছেন ইয়ার আলী। আমাকে ১০ টাকাও দেয় নাই। আমি এর বিচার চাই।

জমি দখলের বিষয় জানতে আলী বাবা থিম পার্কের মালিক ইয়ার আলী সাংবাদিকদের বলেন, আমি রাজনীতি করি না। নালিশি সম্পত্তি নিয়ে হাইকোর্টে মামলা চলমান। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত