৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, (চিরিরবন্দর) দিনাজপুর
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ২২: ২২

দিনাজপুরের চিরিরবন্দরে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- চিরিরবন্দর উপজেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান ও ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সুমন।

বিজ্ঞাপন

র‌্যাব-১৩ সূত্র জানায়, গত শনিবার রাতে চিরিরবন্দর নশরতপুরের উদ্দীপন এনজিওয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ ৪ শত ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

চিরিরবন্দর থানার ওসি আ. ওয়াদুদ বলেন, র‌্যাবের ডিএডি বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের জব্দকৃত মাদকসহ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন যাবত এ মাদক ব্যাবসা চালিয়ে আসছিল। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত