বিএনপির কোন্দলে উত্তপ্ত খানসামা, ৬০ জনের নামে মামলা

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৮: ৪৭
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৮: ৪৮
খানসামায় বিএনপির সংঘর্ষ

দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়নকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে ৬০ জনের নামে ৭০–৮০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে খানসামা থানায় অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

গত ১১ জুলাই রাতে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বাজারে মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার অনুসারীদের ওপর হামলা চালায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা।

এ ঘটনায় আংগারপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজার রহমান ভুট্টু বুধবার দিবাগত রাতে খানসামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ভাবকী ইউনিয়নের রবিউল আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৬০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭০–৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই শুক্রবার দুপুর ও রাতে আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে প্রায় ২৫ থেকে ৩০ জন গুরুতর আহত হন। সংঘর্ষে ৫০টিরও বেশি মোটরসাইকেল ভাঙচুর হয়, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটে। মামলায় প্রায় ১ কোটি টাকার ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী আজিজার রহমান ভুট্টু বলেন, ‘আমরা হামলার শিকার হয়েছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ বিষয়ে জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ভাবকী ইউনিয়নের রবিউল আলম তুহিন বলেন, ‘ঘটনার বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। একটি মহল রাজনৈতিকভাবে আমাকে এবং আমাদের দলের নেতাকর্মীদের হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়েছে। আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত