শ্রমিক অসন্তোষের ষড়যন্ত্রের অভিযোগ

পরিকল্পিতভাবে আত্মগোপনে গিয়ে মুক্তিপণ দাবি, শ্রমিক নেতা ছাইদুল আটক

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৫২

নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে এভারগ্রীন কোম্পানির শ্রমিক নেতা ছাইদুল ইসলাম ওরফে সাইফুল (২৫) গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ছাইদুল। এ ঘটনায় তার পিতা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন রাতে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তদন্তে বের হয়—শ্রমিক অসন্তোষ সৃষ্টি ও আইনশৃঙ্খলা অস্থিতিশীল করতে তিনি পরিকল্পিতভাবে আত্মগোপনে যান। এসময় তিনি এভারগ্রীন কোম্পানির কর্মকর্তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করেন এবং ইতোমধ্যে ৫ হাজার টাকা গ্রহণও করেন।

জিজ্ঞাসাবাদে ছাইদুল আত্মগোপনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ষড়যন্ত্রে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) এ.এফ.এম তারিক হোসেন খান বলেন, “এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। ইপিজেড এলাকায় আইনশৃঙ্খলা অস্থিতিশীল করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হচ্ছিল। তবে পুলিশের গোয়েন্দা তৎপরতায় দ্রুত তাকে উদ্ধার ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ইপিজেড ও আশপাশ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষের সময়ও ছাইদুল নেতৃত্ব দিয়েছিলেন এবং মালিকপক্ষের সঙ্গে দর-কষাকষি করেছিলেন। এরপর থেকেই তার বিরুদ্ধে কর্মপরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত