আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খানসামায় জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

খানসামায় জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ

উত্তরের জেলা দিনাজপুরের খানসামায় ক্রমেই বাড়ছে শীতের প্রভাব। তাপমাত্রা কমতে শুরু করেছে, সঙ্গে বইছে হিমেল হাওয়া। সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। যা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৫ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরো তীব্র করে তুলেছে।

শনিবার সকালে খানসামা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় শিশিরবিন্দু জমে রয়েছে। দিনে রোদ থাকলেও রাত নামলেই শীতের প্রকোপ বাড়ছে। বিশেষ করে মধ্যরাতের পর ঠান্ডার তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে সকাল থেকেই উপজেলায় শীতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

শীতের এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা। অনেককে খড়কুটো বা কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। শীতের কারণে সকালবেলায় স্বাভাবিক জনজীবনেও কিছুটা স্থবিরতা নেমে এসেছে।

এলাকাবাসী জানান, সকালে হাঁটতে বের হলে শীত তীব্রভাবে অনুভূত হচ্ছে, সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়ছে। তাদের ভাষ্য, প্রতিবছরই আগেভাগে শীত অনুভূত হলেও এবার ঠান্ডার তীব্রতা তুলনামূলক বেশি। বিশেষ করে রাত ও সকালের দিকে শীত বেশি লাগে।

ছাতিয়ানগড় গ্রামের ইপিজেড কর্মী ও মোটরসাইকেল চালক রুবেল বলেন, কোম্পানির কাজে খুব ভোরে বের হতে হয়। তখন শীতটা খুব বেশি লাগে। কুয়াশার কারণে এখন ভোরেই গাড়ির লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

ভ্যানচালক মিজানুর রহমান বলেন, এত সকালে বের হয়ে তেমন লাভ হয় না। এমনিতেই ঠান্ডায় বের হতে মন চায় না, তার ওপর সকালে যাত্রীও কম থাকে। ফলে আয়ও কমে গেছে।

বয়স্ক ফজলে রহমান বলেন, বয়স তো হয়েছে, সামান্য শীতেই শরীর কাহিল হয়ে পড়ে। ফজরের নামাজে যেতে হলে এখন চাদর জড়িয়ে বের হতে হয়।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় শীত আরো বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তাই শীতজনিত রোগ থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পাশাপাশি শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সচেতন মহল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন