নীলফামারীর সৈয়দপুরে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ এর পক্ষে ক্যাম্পেইন করেছে সৈয়দপুর শহর জামায়াত। সোমবার রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ প্রেসক্লাবের সামনে থেকে এই ক্যাম্পেইন শুরু হয়। এতে সংগঠনটির বিভিন্ন পযার্য়ের নেতাকর্মী অংশ নেন। শহর জামায়াতের আমীর মো. শরফুদ্দিন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম।
ক্যাম্পেইনে আব্দুল মুনতাকিম বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। “হ্যাঁ”তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। “হ্যাঁ”তে আপনি নিজে সিল দিন এবং আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসুন, দেশ পাল্টে দেন। ইনশা আল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব।
ক্যাম্পেইনে সৈয়দপুর শহর শাখার সেক্রেটারি ওয়াজেদ আলী, সহকারি সেক্রেটারি আব্দুল মোমেন, উপজেলা যুব বিভাগের সভাপতি রেজওয়ান হাসান, শহর প্রচার সম্পাদক আব্দুস সালামসহ ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

