আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বুঝে: আইজিপি

রংপুর অফিস

আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বুঝে: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে গেলে অনেক সময় সাধারণ মানুষ আমাদের ভুল বোঝে। কোনো পদক্ষেপ নিতে গেলে মানুষ প্রশ্ন তোলে—শেখ হাসিনার আমলের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে। এই বাস্তবতায় সমাজের সকলের সহযোগিতা আমরা পাচ্ছি না। এই সমর্থন ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

শনিবার রংপুর জেলা পুলিশ লাইন্স স্কুল মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইজিপি বলেন, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় উপদেষ্টাদের সামনেও তিনি বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো সিদ্ধান্ত নিতে গেলে যদি রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ থাকে, তাহলে পুলিশ সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে না। পুলিশের কর্মকর্তাদের মধ্যে থাকা ভয় ও দ্বিধা দূর করাও বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

তবে পুলিশের কোনো অনিয়ম বা অন্যায় হলে তা অবশ্যই গণমাধ্যম ও জনগণকে সমালোচনার মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, শতভাগ অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে অপরাধ কমিয়ে আনার জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতার মধ্যেই দায়িত্ব পালন করতে হয়।

নির্বাচনের প্রসঙ্গে আইজিপি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। নির্বাচনের দিন পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও দায়িত্ব পালন করবেন।

তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেন, এই ঘটনা সারা জাতিকে নাড়িয়ে দিয়েছে। পুলিশ এ ঘটনার তদন্তে আন্তরিকভাবে কাজ করেছে। একইভাবে খুলনা অঞ্চলে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনেও পুলিশ কাজ করছে বলে তিনি জানান। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন