পদ্মরাগের পাঁচ বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩১
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩২

রংপুরের পীরগাছায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটমুখী পদ্মরাগ কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। ৪ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে পীরগাছা রেলওয়ে স্টেশনের ডাউন পয়েন্টে স্লিপার সমস্যার কারনে এ দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় আপ এবং ডাউন লাইনে ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-রংপুর, দিনাজপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে ঢাকামুখীসহ সব ধরণের আপ-ডাউন লাইন দিয়ে সব ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে চাইলে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লালমনিরহাট আবু হেনা মোস্তফা আলম বলেন, এখানে সমস্যা বগি, স্লিপার, লাইন অথবা সিগন্যালেও সমস্যা থাকতে। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা লালমনিরহাট, আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে দুর্ঘটনার মূল কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, লালমনিরহাট থেকে আসা রিলিফ ট্রেনটি উদ্ধার কাজে ব্যবহৃত টুলস আনলোড করে একটি কোচ নিয়ে চলে গেছে। পার্বতীপুর থেকে আরও একটি রিলিফ ট্রেন টুলস নিয়ে আসছে। আমরা আশা করছি রাত ৯ টা নাগাদ লাইনটি চালু করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত