আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাঁজা সেবনকালে যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
গাঁজা সেবনকালে যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

খালের পাশে বসে আপন মনে গাঁজা সেবনে ব্যস্ত ছিলেন এক যুবক। এ সময় হঠাৎ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হাজির হয়ে গাঁজা সেবনকারী যুবককে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে সেখানেই মাদক সেবনের অপরাধে ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টায় কিশোরগঞ্জ ইউনিয়নের মধ্য রাজিব চেংমারী তিস্তা ক্যানেলের পাশে।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রাশেদুল ইসলাম কাল্টা (২৫)। সে মধ্য রাজিব চেংমারী গ্রামের আব্দুল মজিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার আইয়ুব আলী জানায়, কয়েক দিন ধরে খবর আসছে মধ্য রাজিব চেংমারী তিস্তা ক্যানেলের পাশে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কিছু বখাটে যুবক গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করে। এ খবরের ভিত্তিতে সোমবার রাত ৯টায় পুলিশসহ অভিযান চালিয়ে এক যুবককে গাঁজা সেবনের সময় আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বিষয়টি আমার দেশকে নিশ্চিত করে বলেন, এক যুবককে গাঁজা সেবনের সময় আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। কিশোরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত ক্লিন কিশোরগঞ্জ-গ্রিন কিশোরগঞ্জ গঠনে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন