আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণতন্ত্র ও জবাবদিহিতা জাতির উন্নতির চাবিকাঠি: ব্যারিস্টার নওশাদ জমির

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

গণতন্ত্র ও জবাবদিহিতা জাতির উন্নতির চাবিকাঠি: ব্যারিস্টার নওশাদ জমির

পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি। গণতন্ত্রের শিক্ষা সঠিকভাবে শিক্ষার মান উন্নত হয়। স্বাধীনতার পতাকা রক্ষা করতে আজকে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের বয়স ৫৪ বছর আজকের বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে গেলে বিশ্বের সামনে সু-নাগরিক হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশের প্রত্যাশায় বাংলাদেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, বিশ্বাস করি বলেই নির্বাচন আমাদের এতো প্রস্তুতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে এসেছে আমরা বাংলাদেশের মানুষের যে মনোভাব ইচ্ছা সেই ইচ্ছা হবে। আমাদের বিচার বিভাগ সঠিকভাবে বিচার করবেন অন্যায়ভাবে বিচার করবেন না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারের দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, পঞ্চগড় সদরে একটি হাসপাতাল আছে, আরো একটি বেসরকারি মেডিকেল কলেজ করা হবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে মানুষজন আসে কিন্তু তেমন কোনো সুবিধা পর্যটকদের জন্য নাই। এখানে একটি উন্নতমানের পর্যটক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। আমাদের ছেলে-মেয়েদেরকে যদি বিদেশি ভাষা সঠিকভাবে শিখাতে পারি একই সঙ্গে স্প্যানিশ ভাষা শিখাতে পারি তাহলে বিদেশে গিয়ে তারা ভালো চাকরি করতে পারবে।

এ সময় তিনি আরো বলেন, আপনাদের খেদমত করার জন্য খাদেম হিসাবে আল্লাহ সুবহানাতায়ালা যেন আমাকে কবুল করেন।

উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, জমিয়তের ওলামায়ে ইসলামের জেলা আমির মাওলানা আমিরুজ্জামান।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জোড়ো থাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...