আবারও মৃত্যু মা ক্লিনিকে, ক্ষুব্ধ স্বজনদের ভাঙচুর-আগুন

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৫: ৩৭

গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ‘মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম’-এ ভাঙচুর ও আগুন লাগানোর চেষ্টা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত প্রসূতির নাম পারভীন আক্তার পারুল বেগম (২৫)। তিনি পলাশবাড়ী পৌরসভার জামালপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে এবং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের শামিম মিয়ার স্ত্রী। দু’সন্তানের জননী পারুল তৃতীয় সন্তান প্রসবের সময় মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রসবের জন্য পারুলকে ‘মা ক্লিনিক’-এ ভর্তি করা হয়। রাত ১১টার দিকে তার সিজার করা হয়। পরে রাত ৪টার দিকে পারুল ও নবজাতক মারা যান।

এরপর ক্লিনিক কর্তৃপক্ষ লাশ রংপুরে পাঠানোর চেষ্টা করলে স্বজনরা বিষয়টি বুঝতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও আগুন লাগানোর চেষ্টা চালান।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা ক্লিনিকটির মালিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

উল্লেখ্য, পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের সরকারি কবরস্থানের সামনে অবস্থিত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্ট্যাফ নার্স ফাতেমা বেগমের মালিকানাধীন ভবনে মা ক্লিনিক এন্ড নার্সিং হোম-এ প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে। ফলে এলাকাবাসী ও সচেতন জনসাধারণের মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু জানান, পরিস্থিতি স্বাভাবিক। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত