আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আল্লাহকে নিয়ে হিন্দু যুবকের কটুক্তি ঘিরে ডালিয়ায় উত্তেজনা, যে আহ্বান পুলিশের

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

আল্লাহকে নিয়ে হিন্দু যুবকের কটুক্তি ঘিরে ডালিয়ায় উত্তেজনা, যে আহ্বান পুলিশের

নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া ১ নম্বর বাজার সংলগ্ন রবিন চন্দ্র রায় ভাস্কর নামে এক হিন্দু যুবক তার ফেসবুক আইডিতে আল্লাহকে নিয়ে চূড়ান্ত আপত্তিকর একটি পোস্ট করে। পোস্টটি ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

উত্তেজনা প্রশমনে ডিমলার পুলিশ প্রশাসন ডালিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। পুলিশ সূত্রে জানা যায় অপরাধীকে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।

রবিন চন্দ্র রায় ভাস্করের বাড়ী ডালিয়া ১ নম্বর বাজারের পাশেই। তার পিতা রাজেন্দ্র রায় ভাস্কর এবং মাতা গীতা রাণী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন যাবত এলাকায় ইসকনের তৎপরতা লক্ষ্য করা গেছে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানোর সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে তারা রবীনকে দিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে সকলে ধারণা করছেন।

ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ডিমলা থানার অফিসার ইনচার্জ, জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমির মাওলানা মুজিবুর রহমান ও বিএনপির ডিমলা উপজেলা সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন জনগণকে শান্ত থেকে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

ফজলে এলাহি সবাইকে কোনো উস্কানিতে বিভ্রান্ত হয়ে আইন হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন