গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে একটি বালিকা মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মাদ্রাসা ভবনটি ভেঙে দেওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের পশ্চিম কচুয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে গত বুধবার একই এলাকার আজহারুল ইসলাম ও শেরেকুল ইসলামের নেতৃত্বে একটি সঙ্ঘবদ্ধ দল পশ্চিম কচুয়া দারুস সুন্নাহ বালিকা নূরানী হাফিজিয়া ও সালাফিয়া মাদ্রাসা হামলা চালায়। কম্পিউটার, আসবাবপত্র ও ভবনের বেড়া, চালাসহ সবকিছু ভেঙ্গে চুরে মাটির সাথে মিশে দেয়।
বালিকা মাদ্রাসাটির প্রধান শিক্ষিকা শিরিন আক্তার জানান, পূর্ব শত্রুতার কেন্দ্র করে মাঝেমধ্যেই মিথ্যা অজুহাতে তারা প্রতিষ্ঠানে এসে হুমকি-ধমকি দেয়। এবার প্রকাশ্যে হামলা চালিয়ে সব তছনছ করে দেওয়ায় পড়াশুনা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত আজহারুল ইসলাম ও শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কথা হলে সাঘাটা থানার ওসি মাহবুবুল আলম জানান, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত কাজ চলমান রয়েছে।

