আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে: দুদু

আমার দেশ অনলাইন

নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে। বুধবার নীলফামারীর সৈয়দপুরে শহরে তুলশীরাম সড়কে কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি এখন পর্যন্ত। জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে। তারা লিফলেট-পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তাই তারা নির্বাচনে যাবে না এটা বলা ঠিক না।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে। পিআর পদ্ধতি সাংগঠনিক ব্যাপার। এটি পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। আমারা ৩১ দফা দাবির মধ্যে নির্বাচন করবো। নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় তি‌নি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি হিন্দু নেতাদের কাছে তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন