পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পার্টনার ফিল্ড স্কুল পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচাঞ্চো।
গত মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা সদরের বোচাগছ গ্রামে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের বাড়িতে পার্টনার ফিল্ড স্কুল পরিদর্শন করলেন বিশ্বব্যাংকে কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচাঞ্চো।
জানা যায়, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই পার্টনার ফিল্ড স্কুল পরিচালিত হচ্ছে। প্রতিটি স্কুলে ২৫ জন কৃষক কৃষাণী নিয়ে একটি দল। তারা সপ্তাহে একদিন ৩ ঘণ্টা করে মোট দশ দিন প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্দশ্যে হলো কৃষকদের কৃষিকাজে স্মার্ট ও দক্ষ করে তোলা। পাশাপাশি ফসলের আধুনিক চাষাবাদ, ধান চাষে সুষম সার ব্যবস্থাপনা ও পানি ব্যবস্থাপনা, রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কমিয়ে জৈব বালাইনাশক ব্যবহারে উদ্বুদ্ধকরণ, পুষ্টির ওপর গুরুত্ব প্রদান, কৃষক উদ্যোক্তা তৈরি, কৃষক সেবাকেন্দ্র পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচাঞ্চো এই কার্যক্রম পরিদর্শনে আসেন। তিনি স্কুল পরিদর্শনকালে উপস্থিত কৃষক ও কৃষাণীদের মুখে সফলতার কথা এবং আগামী দিনে কী ধরনের সহযোগিতা লাগবে তা জানতে চান।
এ সময় কৃষক-কৃষাণীরা স্থায়ীভাবে সিড ব্যাংক স্থাপন, কৃষি খাতে আধুনিক উন্নত যন্ত্রপাতির সহযোগিতা চান। এসময় ডেভিট ডোলান, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি), আবুল কালাম আজাদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর পার্টনার প্রোগ্রাম, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনসহ বিশ্বব্যাংকের অন্যান্য কর্মকর্তা তার সঙ্গে ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তামান্না ফেরদৌস ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জীবন ইসলাম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তারা স্কুলের সুফলভোগী কৃষক-কৃষাণীদের তৈরিকৃত প্রদর্শনী প্লট বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরসহ পরিদর্শন দলকে দেখান। এই প্রকল্পের কার্যক্রম ২০২৩ সালের জুলাই মাসে শুরু হয়। ২০২৮ সালের জুন পর্যন্ত এটি চলমান থাকবে।

